সৌদি আরবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল সোমবার পর্যন্ত সৌদিতে করোনা শনাক্ত বেড়ে ১ লাখ ৭ হাজার ৭ জন দাঁড়িয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪৬ জনের। আর সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৫২৪ জন।
সম্প্রতি সৌদি আরবে কারফিউ উঠিয়ে নেওয়ার পর করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। শনিরার,রবিবার ও সোমবার পর পর তিন দিনে ৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যেই সৌদি ইসলামিক মন্ত্রণালয় নতুন করে বিভিন্ন এলাকার ৭১ টি মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নেই। কারণ হিসেবে বলা হয়েছে যে, এই ভাইরাস সম্পর্কে সচেতনতা ও স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে কিছু মসজিদে করোনার সংক্রমণ দেখা যায়, যার কারণে ৭১ টি মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ ৭৭ দিন পর রবিবার (৩১মে) থেকে সৌদি আরবে মক্কা ছাড়া সব মসজিদ বিভিন্ন শর্তে খুলে দেওয়া হয়।
করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিধিনিষেধ কঠোরভাবে পালন করার নির্দেশ দেয় সৌদি ইসলামিক মন্ত্রণালয়।
সোর্স: “সাবাক” + ” আল শারাকুল আওসাত” পত্রিকা থেকে।