আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা- আশঙ্কা রয়েছে ভূমিধসের

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা :- আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী দুই দিন উত্তরবঙ্গ ভাসবে প্রবল বৃষ্টিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ সিকিম রাজ্যে মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে এসব জেলাগুলিতে ব্যাপক ভূমিধস হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে মৌসুমী বায়ু হিমালয়ের পাদদেশের দিকে সরে গিয়ে মূলত তরাই অঞ্চলের দিকে অবস্থান করছে আর তার সাথে গিয়ে মিশেছে বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ-পশ্চিমী বায়ু। ফলে মৌসুমী বায়ু ও দক্ষিণ-পশ্চিমে বায়ু একসাথে মিলে উত্তরবঙ্গ সহ সিকিম, আসাম, মেঘালয় এই রাজ্যগুলোকে প্রবল বর্ষণে ভাসিয়ে দিতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচটি জেলার সাধারণ মানুষকে অতি সতর্ক থাকার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী দুই দিন প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা ও উত্তর- দক্ষিণ দিনাজপুর জেলায়।তুলনামূলকভাবে কম এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here