সম্মানিত প্রিয় মুসলিম ভাই সকল আপনাদের সমস্ত আমল গৃহীত হোক,এ কামনায় করি ।
আপনারা জানেন মুসলিমদের বাৎসরিক খুশির ঈদ হলো দুটি। ১-ঈদুল ফিতর ২-ঈদুল আযহা।
এই দুই ঈদের মধ্যে ঈদুল আযহা বা ক্বুরবানীর ঈদে বিভিন্ন জায়গায় অপ্রিতিকর ঘটনা ঘটে থাকে যা আমরা প্রতি বছর অবলোকন করছি।
এই বিষয়টা খুবই সংবেদনশীল।
আমাদের সার্বিক সতর্কতা অবলম্বন জরুরী।
যেমন, জন্তু যবহের বা যবহের পরের ছবি বা মাংস কোন মতেই ফেসবুক বা সোস্যাল মিডিয়াই শেয়ার না।
রাস্তার ধারে না করে ভেতরে ক্বুরবানী করা।
পশু যবহের জায়গা ভালো ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অতীব জরুরী।
অতঃপর পরিশেষে বলতে হয় যে, করোনা ভাইরাস জনিত কারণে ঈদ গাহে নামায আদায় না করে ঈদুল ফিতরের মতোই বাড়িতে নামায আদায় করুন। কোথাও যদি ঈদুল আযহার স্বলাত ময়দানে হয় বা মাসজিদে, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং দুরত্ব বজায় রাখবেন।
ক্বুরবানী একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে এটা লৌকিকতার বিষয় নয়।তাই আমাদের সকলকেই সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে কোন অমুসলিম ভাই আমাদের দ্বারা কোন প্রকার কষ্ট না পান।