নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা:- ইসলামিক ইউথ ফেডারেশন এর উদ্যোগে দেগঙ্গা,হাড়োয়া সংলগ্ন অঞ্চলে একাধিক গ্রামের জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পর স্বাস্থ্য সচেতনতা ও কোভিড-১৯ মোকাবিলায় মাস্ক বিতরণ করা হয়।কিভাবে আমরা বর্তমানে এই দূষিত পরিবেশে সুস্থ ও পরিচ্ছন্ন ভাবে বাঁচতে পারি তার কিছু দিক নির্দেশনা মসজিদের ইমাম জুমমার নামাজের বক্তৃতায় উল্লেখ করেন।এছাড়া গ্রামের কিছু শিক্ষিত যুবক ছেলেরা স্বাস্থ্য সচেতনতা ও এই দুরারোগ্য ব্যাধি থেকে কিভাবে দূরে থাকা যায় তা গ্রামের সাধারণ মানুষের মধ্যে প্রচার করেন। এটি দেগঙ্গার স্থানীয় মুসলিমদের জনকল্যাণমূলক একটি স্বতঃস্ফূর্ত সার্বিক প্রচেষ্টা। অন্যভাবেে বললে এটি সামাজিক সম্প্রীতির একটি প্রকৃষ্ট উদাহরণও। কেননা মুসলিমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে স্থানীয় সকল মানুষের কাছে মাস্ক পৌঁছানোর ব্যবস্থা করেছে। দেশে যখন ধর্ম নিয়ে রাজনীতি চরম আকার ধারণ করেছে ঠিক তখন গঠনমূলক জনকল্যাণমুখী এইরকম কাজ স্থানীয় সকলকেে মুগ্ধ করেছে।