নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে গতকাল সকাল ১০ টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর সাথে সমস্ত রোগের চিকিৎসা এবং ফ্রিতে ঔষধ বিতরণ করা হয়েছে।
ব্লাড ব্যাংক এর ক্যাপাসিটি অনুযায়ী ২৭৯ জন রক্ত প্রদান করেছেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী ওষধ বিতরণ কেন্দ্র থেকে কমবেশি ১৫০০ পুরুষ ও মহিলা উপকৃত হয়েছেন।এছাড়া শারীরিক বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সবটাই সম্পূর্ণ হয়েছে W H O এর বিধি নিষেধ মেনে।
ব্লাড ব্যাংক এর ক্যাপাসিটি না থাকায় কমপক্ষে ২০০ ডোনারকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি।অন্যান্য ব্যাবস্থাপনার মধ্যে ডেঙ্গু,মেলেরিয়া,covid -১৯এর মোকাবিলা কিভাবে করবো তার দিক নির্দেশনা দেওয়া হয়। সঙ্গে বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা অনুযায়ী ৪৫০টি বৃক্ষ প্রদান করা হয়।
ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষিক আব্দুল হামীদ ফায়যী সাহেব অতি দ্রুত মানবিকতার দিকে দেখে দুঃস্থ অসহায় রুগীদের রক্তের ব্যবস্থা করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
তাঁর এমন মানবিক উদ্যোগকে এলাকার সব শ্রেনীর মানুষ সাধুবাদ জানিয়েছেন।