নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন ।রাজধানী দিল্লিতে হাজার হাজার কৃষকরা এই কৃষকবিরোধী বিলের বিরুদ্ধে পথে নেমেছে ।অনির্দিষ্টকালের জন্য এই কৃষক আন্দোলনে অবরুদ্ধ দিল্লি ।এই কৃষক আন্দোলনের সমর্থনে নেমেছে সাধারণ আমজনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল ।
৮ ই ডিসেম্বর কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারত কৃষক ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠন গুলি ।আর এই বনধকে সমর্থন জানিয়েছেন এসডিপিআই ,কংগ্রেস ,বামফ্রন্ট সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলি ।
আজ বনধের সমর্থনে পথে নামতে দেখা যায় এসডিপিআই ,কংগ্রেস ,বামফ্রন্ট সহ অন্যান্য রাজনৈতিক দল গুলিকে ।
বনধকে সফল করতে আজ সকাল সকাল রঘুনাথগঞ্জের পুঠিয়া মোড়ে পথ অবরোধ করতে দেখা যায় এসডিপিআই ,কংগ্রেস ও বামফ্রন্টের কর্মীদের ।সকাল ৮:৪০ থেকে ৯:৪০ পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে রাজ্য সড়ক অবরোধ করা হয় । নেতৃত্ব দেন রঘুনাথগঞ্জ এসডিপিআই এর বিধানসভা কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা শিল বাবলু সেখ ও কংগ্রেস নেতা রায়হান সেখ সহ অন্যান্য কর্মী সমর্থকগণ ।