শ্রীপতিপুর থেকে পঞ্চাননপুর পর্যন্ত নতুন নির্মিয়মান রাস্তার বেহাল দশা নিয়ে সোচ্চার গ্রামবাসী

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :-নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ প্রায় শোনা যায় ।এবার নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠলো মুর্শিদাবাদের ডোমকল এলাকায় ।ঘটনাটি ডোমকল এলাকার পঞ্চাননপুর গ্রামের ।মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে বাংলার গ্রামীন সড়ক যোজনার শ্রীপতিপুর থেকে পঞ্চাননপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কাজ করা হয়।

গ্রামবাসীদের অভিযোগ এলাকার মানুষদের অভিযোগ থাকা সত্ত্বেও নিম্ন মানের সামগ্রী রাস্তা তৈরি করে ঠিকাদার ।রাস্তা নির্মাণের পরের দিন রাস্তার বেহাল দশা লক্ষ্য করা যাচ্চে ।গ্রামবাসীরা আরও জানান ইঞ্জিনিয়ার যে পরিমাণ পাথর ও পিচ ব্যাবহার করার কথা বলেছেন সে পরিমান সামগ্রী রাস্তায় ব্যাবহার করা হয়নি ।গ্রামের মানুষ রাস্তা ভালো করে পরিষ্কার করার পর পিচ দেওয়ার কথা বললেও সে কথা মানা হয়নি বলে অভিযোগ ।শেষ পর্যন্ত গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here