জীবনের শেষ লড়াই বলে হুংকার ছাড়লেন কৃষক নেতা জগমোহন পাতিয়ালা
টিনিউজ ওয়ার্ল্ড নিজস্ব প্রতিবেদক:-দিল্লির নিকটবর্তী সিংঘু বর্ডারে কৃষক বিক্ষোভ প্রায় এক মাস পূর্ণ হতে চলল। দিন যত যাচ্ছে কৃষক বিক্ষোভের আঁচ যেন ততই বেড়ে যাচ্ছে। চাপ বাড়ছে দিল্লির ঘাড়ে। শীতের তীব্র ঠান্ডা, অমিত শাহ ও দিল্লির অন্যান্য নেতাদের বিভিন্ন কূটকৌশলের পরেও কৃষকদের পিছিয়ে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে দেশের গণ্যমান্য কৃষক নেতা জগমোহন পাতিয়ালা নতুন করে হুংকার ছুড়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন,
“সরকার শুধুমাত্র বৈঠকের নামে পাঁয়তারা করে সময়ের অপচয় করছে। কৃষকদের মূল দাবি গুলোর ব্যাপারে কোন কথাই বলতে চাইছে না।”
তিনি ক্ষোভের সুরে জানান, এটা আমার জীবনের শেষ লড়াই।আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই লড়াইটা আমাকে জিততেই হবে। তীব্র শীত আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি, কোভিড-১৯ আমাদেরকে থামাতে পারেনি, সরকারের মিথ্যা আশ্বাসও আমাদেরকে রুখে দিতে পারবে না বলে তিনি মত প্রকাশ করেন।
বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদগার করে জনপ্রিয় কৃষক নেতা জগমোহন বলেন, এই সরকার সম্পূর্ণ কৃষক বিরোধী সরকার। দেশের গুটিকয়েক পুঁজিপতির সুবিধা করতে গিয়ে বিজেপি সরকার দেশের সমস্ত কৃষক শ্রেণীর লোকেদের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন। যা ভবিষ্যতে দেশকে খাদ্যের অভাব ও মহামারীর খাদের কিনারে টেনে নিয়ে যাবে।