উত্তরাখন্ডের জঙ্গলে দাবানল

0
Spread the love

করোনা, আম্ফান, পঙ্গপালের হানা… তালিকাটা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে! এবার সেই তালিকায় নতুন সংযোজন উত্তরাখন্ডের জঙ্গলে দাবানল! প্রায় 520 sq.km এলাকায় নিয়ে বৃস্তিত উত্তরাখণ্ডের এঈ বনভূমি। উত্তরাখণ্ডের এই জঙ্গলে ভারতবর্ষের 600র বেশি প্রজাতির পাখির বসবাস। সারা ভারতে যত রকমের পাখি রয়েছে, তার অর্ধেকের বেশি এখানে দেখা যায়। দীঘার ঝাউবন আর সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংসের করুন কাহিনী শেষ হতে না হতেই জ্বলতে শুরু করেছে উত্তরাখণ্ডের এই বিস্তৃর্ণ বনভূমি। ভারতবর্ষের বুকে দুঃসময়ের একের পর এক আঘাত এসেই চলেছে। প্রকৃতি হয়তো সত্যিই মুখ ফিরিয়ে নিচ্ছে মানব সভ্যতার দিক থেকে। সবুজের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হয়তো আমরা সত্যিই দেরি করে ফেলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here