স্বাস্থ্য বিভাগে ডি এইচ এফ ডব্লিউ রেক্রুটমেন্ট ছত্রিশগড়

0
Spread the love

সারাদেশে অতিমারি করোনা মাঝেই ছত্রিশগড় সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। ছত্রিশগড় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুনভাবে বিরাট সংখ্যক হেলথ অফিসার নিয়োগ করতে চলেছে। উপযুক্ত যে কোন ভারতীয় নাগরিক এই পদে নিজের আবেদন জানাতে পারেন। এই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো গরিব জনতা,মা-শিশু এবং বয়স্ক মানুষদের খুব স্বল্প ব্যয়ে সরকারি সেবা প্রদান করা

যেসব প্রার্থীরা বি এস সি  (B.Sc)নিয়ে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছর মেডিকেল ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারাই এই পদে আবেদন জানাতে পারেন।

বেতন:- হেলথ ডিপার্টমেন্ট তার নিয়ম ও নীতি অনুযায়ী ঠিক করবে।

পদ:- কমিউনিটি হেলথ অফিসার

পদখালি:- ৮০০

শেষতারিখ:- ৩১-০৬-২০২০

স্থান:- রায়পুর, ছত্রিশগড়

বয়স:- ১৮ থেকে ৩৫

শিক্ষাগত যোগ্যতা:- বিএসসি(B.Sc) এবং স্বাস্থ্য ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই পদ্ধতি:- উপযুক্ত প্রার্থীদের সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর বাছাই করে বাকিদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে সরাসরি চাকরিতে জয়েন করার সুযোগ রয়েছে।

এই চাকরিতে সুযোগ নেওয়ার জন্য প্রার্থীদের সর্বপ্রথম যেটা করতে হবে তা হল ছত্রিশগড় সরকারের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম ফিলাপ করে সেটাকে সাবমিট করতে হবে। ছত্রিশগড় সরকারের ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে বিশদে জানতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here