কলকাতা শহরে ফের অগ্নিকান্ড। এবার আগুন লাগল জোড়াসাঁকোর হরিণবাড়ি লেনের নাখোদা মাসজিদের নিকট একটা ছ’তলা বাড়িতে। শুক্রবার সকালে আগুন লাগে ঐ বাড়িটিতে। আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাই। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে হরিণবাড়ি লেনে নাখোদা মাসজিদের কাছে একটি ছ’তলা বাড়িতে হঠাৎ ই দাউদাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। ঐ বাড়িতে বেশ কয়েকজন বাসিন্দাও রয়েছে। তাই সকলে আতঙ্কিত হয়ে পড়েন। করোনা আতঙ্কের মাঝে মাস্ক ছাড়াই তারা বাড়ির বাইরে বের হয়ে আসেন। সংবাদ পেয়ে কিছুক্ষনের মধ্যেই দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্ট। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঐ আাড়ির ভিতরে কেউ আঁটকে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছ। ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।