ভারত হায়দ্রাবাদের বাসিন্দা ৪২ বছরের রাজেশ UAE সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী COVID-19 পজেটিভ পাওয়ার পর দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৮০ দিন হাসপাতালে থাকার পর রাজেশের COVID-19 রিপোর্ট নেগেটিভ এসেছে , হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর ৭লক্ষ দেরহাম হাসপাতালের বিল এসেছে, আমাদের ভারতীয় রুপি অনুযায়ী ১ কোটি ৫২ লক্ষ টাকা যা রাজেশের নিজের সব সম্পত্তি বিক্রি করেও এতো টাকা যোগাড় করা সম্ভব না. পরবর্তীতে দুবাই হাসপাতাল রাজেশের হাসপাতালের ১ কোটি ৫২ লক্ষ টাকা বিল মুকুব করে দিয়েছে এবং হায়দ্রাবাদ বিমানের টিকিট করে রাজেশ কে তার ঘরে পৌঁছে দিয়েছে দুবাই হাসপাতালের তরফ থেকে এবং আরো ১০০০০ টাকা রাস্তা খরচ দিয়েছেন।
তাঁরা এমন উদার এবং অনুপ্রেরণা পেয়েছেন মূলতঃ ইসলাম থেকে এমনটা অনেকেই ধারণা করছেন।
আর আমাদের ভারতবর্ষে এমন ও হাসপাতাল আছে মুসলিম রোগী দেখে ভর্তি পর্যন্ত করে না।
এমনকি অনেক অমুসলিম পর্যন্ত করোনা রুগীদের ঘাড়ে করে হাসপাতাল হাসপাতাল হন্যে হয়ে ঘুরেও ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে।
তথ্য সুত্র:- The new Indian Express