আরামবাগ, হুগলীঃ হুগলী জেলার আরামবাগ মহকুমায় করোনার প্রকোপ দেখা দিলেও আরামবাগ শহরাঞ্চল তুলনামূলকভাবে কিছুটা নিরাপদ ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে পরপর করোনা পজিটিভের সংখ্যা বৃদ্ধি, করোনা রোগীর মৃত্যু, পৌরসভার সদস্যের কোভিড-১৯ পজিটিভ ইত্যাদি কারনে আরামবাগ শহরাঞ্চলের করোনা পরিস্থিতি বেশ ভীতিপ্রদ। সেই জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আরামবাগ পৌরসভাকে। সেই সাথে আগামী সোমবার ২০শে জুলাই থেকে একসপ্তাহ ব্যাপি খুব কড়াকড়ি ভাবে লকডাউনেরও সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। এই লকডাউন হবে আরামবাগ পৌরসভার অন্তর্ভুক্ত ১৯টি ওয়ার্ডেেই! উক্ত সাত দিন আরামবাগের পৌর-এলাকার কেউই যাতায়াত করতে পারবেন না।