নিজস্ব সংবাদদাতা: সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী সাহেবকে একজন রুগীর বাড়ির লোক ফোন করেন যে, জঙ্গীপুর হাসপাতাল ব্লাড ব্যাংকে ও পজিটিভ রক্ত নেই।
তাই তিনি সঙ্গে সঙ্গে সুরাজ সেখকে ফোন করেন।
সুরাজ ভাই সঙ্গে সঙ্গে গিয়ে রক্ত দিয়ে আসেন।
সুরাজ ভাই সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের আহ্বানে কয়েকবার রক্ত দিয়ে মানবতার নজির গড়েছেন।
এভাবেই মানবতা অক্ষুণ্ন রাখতে সর্বদাই সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের সদস্যরা অতন্ত্র প্রহরী হিসেবে রুগীদের জন্য কাজ করে চলেছেন।