আবারও মানবতার নজির স্থাপন করল সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপ এবং গ্রিন পিস স্বেচ্ছাসেবী সংস্থা।

0

নিজস্ব সংবাদদাতা: সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপ এবং গ্রিন পিস স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আবারও জঙ্গীপুর হাসপাতালে এক অসহায় মায়ের রক্তের ব্যবস্বা করা হল।
সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী তাঁর টীমের ইকলাল খান এবং রনি সেখকে হসপিটালে ডোনারকে সঙ্গে নিয়ে যেতে বলেন।
তাঁরা স্বতঃস্ফূর্ত কাজ সম্পন্ন করেন।
সঙ্গে ছিলেন গ্রিন পিস স্বেচ্ছাসেবী সংস্থার তাসলিম ও হায়দার।
তিনি এবং তাঁর সমস্ত সদস্য বৃন্দ অসহায়দের পাশে প্রায়ই দাঁড়ান এবং যথার্থই সহায়তায় এগিয়ে আছেন।
রুগীর বাড়ি ফারাক্কা।
নাম শাহিনা খাতুন।
রক্তের গ্রুপ বি পজেটিভ।
এই বোনের রক্ত দিয়েছেন জঙ্গীপুরের বাসিন্দা মুকুল সেখ।
মানবতার সহায়তায় অগ্রগামী এই সংস্থাগুলো সর্বদাই রুগীদের রক্তের ব্যবস্থা করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here