নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ, জলঙ্গি, ডোমকল এবং রানিনগর থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃতদের বাড়িতে পায়খানার চেম্বারকে নির্লজ্জ মিডিয়া বলছে সুড়ঙ্গ এবং লেদ মেশিনকে বলছে অস্ত্র তৈরির মেশিন!
যাদেরকে এন আই এ জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে মিডিয়া তাদের জঙ্গি বানিয়ে দিল।
যাদেরকে ধরা হয়েছে তাদের কারো কাছে কোন অস্ত্র পাওয়া যায়নি বরং তাদের কাছে মোবাইল ল্যাপটপ ইত্যাদি পাওয়া গিয়েছে।
এমন ধরনের সন্দেহে গ্রেফতার করা আর মিডিয়ার মিথ্যাচারের তীব্র সমালোচনা করলেন সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহের খান।
তাঁরা বলেছেন, মুর্শিদাবাদে কখনো জঙ্গি, সন্ত্রাসী বলে কিছুই নেই।
এগুলো মুর্শিদাবাদকে বদনাম করার জন্য করা হয়েছে।
মিডিয়া যেভাবে মিথ্যাচার করছে এটা স্পষ্ট যে,তারা ইসলাম ও মুসলিমদের কলুষিত করতে সিদ্ধহস্ত।
কেউ সন্ত্রাসী হলে অবশ্যই তার শাস্তি হোক কিন্তু নিরাপরাধ মানুষগুলোকে এইভাবে ফাঁসানো হচ্ছে।
এন আই এ কাউকে কিছু না জানিয়েই গ্রেফতার করেছে এবং সাদা কাগজে ধৃতের দাদার কাছে থেকে সই করিয়ে নিয়েছে।
ধৃতের দাদার বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, একজন এন আই এ ফোনে কাউকে বলছিলেন যে, এখানে তো কিছুই পাওয়া গেল না! পাশের একজন বলছেন যে, জাকির নায়েকের বইটা যথেষ্ট এদের ফাঁসানোর জন্য।
এমন ধরনের তদন্ত দেখে স্পস্ট হয়ে যায় যে, তদন্তের নামে প্রহসন নয় তো?