উত্তর প্রদেশের হাথরাসের এক অসহায় দলিত দরিদ্র পরিবারের মেয়ে মনীষা বাল্মীকি।
সে তার মায়ের সাথে বাজ্রার ক্ষেতে কাজ করছিল। এমন সময় নেমে আসে অত্যাচারী লম্পট ও লোলুপ দৃষ্টির মানুষ নামের চারজন কলঙ্ক শয়তান। তারা মনীষার গলায় সজোরে ওড়না পেঁচিয়ে একটু দূরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ওই নরপশুরা।
শুধু তাই নয় বরং তার পিঠের হাড় ও গলার হাড় ভেঙে মুচড়ে শেষ করে দেয়।
হসপিটালে ১৫ দিন যাবৎ চিকিৎসা চলতে থাকে। কিন্তু হসপিটালেই তার জীবনাবসান ঘটে। পরিবারের কাউকে দেখতে দেয়নি পুলিশ, রাতের অন্ধকারে সেই দেহ জ্বালিয়ে দেয়।
শুরু হয় ইনসাফের আওয়াজ। কিন্তু না ইনসাফ আর কোথায়! মনীষা বাল্মীকি যাতে ইনসাফ না পায় সেই জন্য অনেক প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারীভাবে ২৫ লাখ টাকা এবং পরিবারের কাউকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু এতে কি মিলবে ন্যায় বিচার! প্রতিষ্ঠা হবে কি ইনসাফ?
Home অস্বাভাবিক মৃত্যু টাকা দিয়ে ধর্ষক সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা! তবে কি মনীষা এতে ন্যায় বিচার...