দুটি বাড়িসহ গরু ছাগল সমস্ত কিছুই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের শিরশি অঞ্চলের অন্তর্গত নরদাশ গ্রামে ,আগুন লেগেছে।
কেউ বলছেন কারেন্টের শর্ট সার্কিট থেকে আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লেগেছে।
এরকমটা অনুমান করা হচ্ছে। বাড়ির প্রায় সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ।
যেমন-খাদ্যশস্য থেকে শুরু করে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জমির দলিল, অ্যাডমিট কার্ড, মার্কশিট থেকে শুরু করে গরু ছাগল, ও মোটা অংকের টাকা।

বলা যেতে পারে শুধুমাত্র শরীরের পরিধেয় পোশাক ছাড়া কিছুই বাঁচাতে পারেনি গ্রামবাসীরা।
দমকল আসার আগে আগেই পুড়ে ভস্মীভূত হয়ে যায় সমস্ত কিছুই।
এর ফলে দুটি বাড়িসহ কিছুই বাঁচেনি।
কাছাকাছি কোন দমকল না থাকায় গ্ৰামবাসীরা খুবই ক্ষুব্ধ হয়েছেন।
তাঁরা বলছেন, যদি কাছাকাছি কোন দমকল থাকতো তবে এত ক্ষয়ক্ষতি হতো না।

টুইটারে ‘গণপথ’এর প্রথম ঝলক শেয়ার করলেন অভিনেতা টাইগার শ্রফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here