পুরোপুরি ধর্ষিতার পরিবার শাস্তি পাবে! একি বললেন লকেট চ্যাটার্জি।
উত্তর প্রদেশের হাথরাসের মর্মান্তিক ধর্ষণের ঘটনা গোটা বিশ্বে বহুল আলোচিত সমালোচিত।হাথরাসের মেয়ে মনীষা বাল্মীকির ধর্ষণকান্ড নিয়ে তোলপাড় মিডিয়া, রাজনৈতিক সর্বস্তরে। মনীষা বাল্মীকির ধর্ষণ করে পাষন্ড নরপশুরা তার পিঠের হাড় ও গলার হাড় ভেঙে দেয়। হসপিটালে অনেক দিন মৃত্যু যন্ত্রনা নিয়ে ভর্তি ছিলেন এবং সেখানেই তার জীবনাবসান ঘটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ধর্ষিতার মৃতদেহ পরিবারের হাতে না তুলে দিয়ে উত্তর প্রদেশ পুলিশ প্রমাণ লোপাট করার জন্য রাত ২:৩০ মিনিটে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়।তার পরেই শুরু হয় নির্যাতিতার পরিবারের বাড়ির চতুর্দিক পুলিশ দিয়ে পরিবেষ্টন। আদিত্য নাথ ২৫ লক্ষ টাকা এবং পরিবারের একজনের চাকরি ও একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয় এবং ন্যায় বিচারের দাবি করা হয়। এদিকে ডি এম ( ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) ধর্ষিতার পরিবারকে ধমক দিয়ে এসেছে যে,তারা যদি এতে রাজি না হয় তবে সেটাও পাবে না। এদিকে সাংসদ লকেট চ্যাটার্জি প্রেসের সামনে উন্মোচন করে দিলেন তাদের মতামত। তিনি বলেছেন, পুরোপুরি ধর্ষিতার পরিবার শাস্তি পাবে এবং অপরাধীরা শাস্তি পাবে। এই কথা নিয়ে তুমুল তুঙ্গে নেট দুনিয়া।