আজ ১০ অক্টোবর রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্ক ময়দানে রঘুনাথগঞ্জ ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের ব্যবস্থাপণায় শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের নেতৃত্বে বুথভিত্তিক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, দুই সাংসদ খলিলুর রহমান ও আবুতাহের খান, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক মহম্মদ আখরুজ্জামান, শিল্পপতি তথা সমাজসেবী নবাব হোসেন, রঘুনাথগঞ্জ ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ সেখ সহ আরো অনেকে। এছাড়া প্রচুর লোকের সমাগম হয়েছিল।আবু তাহের খান বলেন, কংগ্রেস ও সিপি এমকে ভোট দিয়ে ভোট ভাগ করে খাল কেটে কুমির আনবেন না।সি পি আই এম এবং কংগ্রেস ভোট ভাগ করলে পশ্চিমবঙ্গে বিজেপি বেশি সীট পেয়ে যাবে।