নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডা: নিমাই কুন্ডু। করোনা আক্রান্ত হয়ে কলকাতার এক নার্সিংহোমে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল 77 বছর। তিনি কলকাতা এনআরএস মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছিলেন। বিভিন্ন হাসপাতালে সঙ্গে যুক্ত হয়েছিলেন চাকরি সূত্রে। তবে আরামবাগ হাসপাতালে দীর্ঘদিন চাকরি করেছেন। চিকিৎসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তাঁর দুই পুত্র। একজন হলেন সৈকত কুন্ডু, ইঞ্জিনিয়ার। বর্তমানে ইংল্যান্ডে থাকেন। অন্যজন ডা: কৌশিক কুন্ডু। আরামবাগের প্রতিষ্ঠিত চিকিৎসক। নিমাইবাবুর এইভাবে চলে যাওয়াতে শোকস্তব্ধ চিকিৎসক মহলসহ আরামবাগ।