নিজস্ব প্রতিনিধি :-গত মঙ্গলবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রক ঘোষণা করেছে তারা ধীরে
২,০০,০০০ দেশীয় হজযাত্রীকে দ্বিতীয় পর্যায়ে ওমরাহ পালনের অনুমতি দেবে।
গাল্ফ নিউজ জানিয়েছে যে ওমরাহর দ্বিতীয় পর্ব ১৮ই অক্টোবর থেকে শুরু হবে এবং তৃতীয় ধাপে বিদেশী ওমরাহ পালনকারিদের ১লা নভেম্বর থেকে যাতায়াত করার অনুমতি দেওয়া হবে। তিনি আরও জানান, বিদেশী দর্শনার্থীদের জন্য কোটা পরে ঘোষণা করা হবে।
তিনি একটি বিবৃতিতে বলেন, ওমরাহ করতে ইচ্ছুক তীর্থযাত্রীদের অনুমতি নিতে ইটমারনা অ্যাপের মাধ্যমে নিজেকে নিবন্ধন করতে হবে। বিদেশ থেকে আগত দর্শনার্থীদের ২ নভেম্বর থেকে ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে।
হজ ও ওমরাহ জাতীয় কমিটির সদস্য হানী আল-ওমারি বলেছেন, তীর্থযাত্রীদেরও মদীনায় নবীর মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য যে করোনার ভাইরাসের মহামারীর কারণে এ বছরও হজ একটি সীমিত পদ্ধতিতে করা হয়েছিল। মহামারীটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে বিমানগুলি বাতিল করে দেওয়া হয়েছিল এবং এখন কয়েকটি দেশ অত্যন্ত সীমিত পদ্ধতিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান শুরু করেছে। সমস্ত ইবাদত স্থান বন্ধ করে দেওয়া হয়েছিল, ওমরাহর আশীর্বাদ থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছিল, তবে এখন যে পরিস্থিতি উন্নতি হয়েছে, সৌদি সরকার সতর্কতার সাথে ওমরাহকে অনুমতি দেওয়া শুরু করেছে।