ফ্রান্স সরকার ফের তাদের শয়তানী চরিত্র উন্মোচন করেছে
টি নিউজ ওয়ার্ল্ড ,নিজস্ব সংবাদদাতা: ফ্রান্স সরকার ফের তাদের শয়তানী চরিত্র উন্মোচন করেছে! ইরান সংসদে বিশ্বনবীর অবমাননার নিন্দার বিবৃতি! বিশ্বনবী হজরত মোহাম্মদ স. এর অবমাননার তীব্র নিন্দা করে এমনই কড়া বিবৃতি দিলো ইরান সংসদ। এক যৌথ বিবৃতিতে সংসদ সদস্যরা জানিয়েছেন, বিশ্বের কুফরি শক্তি ইসলামের সত্যের বার্তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি গোটা বিশ্ব লক্ষ্য করছে ফ্রান্সের সরকার দেশটির গণমাধ্যমের ইসলাম অবমাননাকর তৎপরতার প্রতি সমর্থন দিচ্ছে। এর মাধ্যমে ফরাসি সরকার তাদের শয়তানি চরিত্র আরেকবার স্পষ্ট করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে,
“ফ্রান্সে জনগণের মধ্যে ইসলাম-প্রীতি বাড়ছে। এই প্রবণতায় ফরাসি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে”।
ফরাসিদের ইসলামের প্রতি আগ্রহ হ্রাস করতেই এধরণের অন্যায় আচরণ করছে সেদেশের সরকার। তাদের এ ধরণের অন্যায় আচরণ বাক-স্বাধীনতার ওপর সবচেয়ে বড় জুলুম। মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বিশ্ব কুফরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং মহানবী হযরত মুহাম্মদ (স.)’র সত্য ও ন্যায়ের বার্তা গোটা বিশ্বে পৌঁছে দেবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।