নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- আজ রাত ১০:২৫ মিনিটে সৌদি আরবের মক্কায় কা’বা চত্বরে একটি গাড়ি মসজিদ আল হারামের বাহিরের বেশ কিছু বেরিকেট ভেঙে হারাম এর ৮৯ নং দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মকর্তারা গাড়িটি থামাতে এবং ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়। অবশ্য হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তবে এটি কি পরিকল্পিত নাকি কোন দুর্ঘটনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে অনেকেই সংশয় বোধ করছেন যে এটা পরিকল্পনা।
অনেকেই ধারণা করছেন,সে কাবার ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল।নতুবা উমরা পালন কারীদের উপর বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা ছিল ওই চালকের।
নচেৎ কা’বা চত্বরে কিভাবে ঢুকলো! যদিও কাবা চত্বর থেকে রাস্তা অনেক দূরে অবস্থিত।
ওইদিকে কোন দিন কোন গাড়ি যায় না বরং শুধুমাত্র পথযাত্রীদের জন্য বৈধ।
অবশ্য সেই চালককে প্রসিকিউশনে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে এটা ক্ষতিয়ে দেখছেন পুলিশ বাহিনী। সেই চালকের গাড়িতে কিছু আছে কিনা সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা।
এটা নিয়ে তদন্ত করছেন পুলিশ বাহিনী।