ভাঙ্গরে আব্বাস সিদ্দিকীর অনুগামীর উপর হামলার নিন্দায় সরব পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও সিপিআইএম নেতৃত্বের

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড :- পশ্চিমবঙ্গের রাজনীতিতে পীরজাদা আব্বাস সিদ্দিকীর নাম বহুল আলোচিত ।দিনের দিনের পর দিন ইনার জনপ্রিয়তা বেড়েই চলেছে আর তাতেই শাসক গোষ্ঠীর ঘুম কেড়েছে।ইতিমধ্যে তিনি ২০২১ এর নির্বাচনে ৪৪ টি সিটে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন।আর তাকে দমাতে শাসক দলের ভাঙ্গরের বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা বিভিন্ন ভাবে আক্রমন চালাচ্ছে এমনটাই অভিযোগ ।

গত কয়েকদিন আগে ভাঙ্গর এলাকায় একটি ধর্মীয় সভা ছিল আব্বাস সিদ্দিকীর আর সেই সভায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হয় ।আব্বাস সিদ্দিকীর অভিযোগ পথিমধ্যে তার অনুগামীরদের আক্রমন করে শাসক দলের বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা ।অবিলম্বে শওকত মোল্লার গ্রেফতারের দাবিতে বিভিন্ন জায়গায় আব্বাস সিদ্দিকীর লোকজনদের পথ অবরোধ করতে লক্ষ্য করা যায় ।

ভাঙ্গরে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও সিপিআইএম নেতৃত্ব ।পপুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক ডক্টর মিনারুল সাহেব এক বার্তায় বলেন ভাঙ্গরে আব্বাস সিদ্দিকীর অনুসারীদের উপর হামলার তীব্র নিন্দা জানাই ।তিনি বলেন কেউ যদি অপরাধ করে থাকে তার শাস্তি দিবে দেশের আদালত ।প্রত্যেকে তার সভা ও সমাবেশ করার অধিকার আছে তাই আব্বাস সিদ্দিকীর অনুসারীদের উপর আক্রমণ নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক ।তিনি আরও বলেন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রতিনিধি যেভাবে অগণতান্ত্রিক ভাবে আক্রমন করে চলেছে এটা নিন্দনীয় ।সরকারের কাছে আরও দাবি করেন সরকার যেন রাজনীতির নামে এই ধরণের হিংসা ও দ্বন্দ্বকে প্রশ্রয় না দেয় ।এই ঘটনায় যুক্ত সকল অপরাধীর শাস্তির দাবি করেন ।তিনি জনগণের কাছে আবেদন করেন যে ২০২১ সালের নির্বাচনে জনগণ শুধু সরকার পরিবর্তনের কথা না ভাবে নিজের অবস্থার পরিবর্তনের কথাও যেন ভাবে।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ।তিনি জানান রাজ্যে আইনের শাসন নেই ফুরফুরা শরীফের একটা ধর্মীয় সভায় যোগদানকারীদের উপর আক্রমনের তীব্র নিন্দা প্রকাশ করেন ।শাসক দলকে এই সর্বনাশা পথ পরিত্যাগ করার আবেদন জানান। বিরোধীদের উপর এই রকম আক্রমনের তীব্র নিন্দা জানান ।তিনি আরও বলেন সর্বত ভাবে আমরা এর বিরোধিতা করছি ও জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহব্বান জানাচ্ছি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here