ম্যাজিক ফিগার ১২২ ! বিহারে হাড্ডাহাড্ডি লড়ায়ে পাল্লা ভারী লালু পুত্র তেজস্বী যাদবের

0
Spread the love

বিহারে হাড্ডাহাড্ডি লড়াই  সামান্য এগিয়ে তেজস্বী

টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ বিহারে হাড্ডাহাড্ডি লড়াইের সম্ভাবনা। ম্যাজিক ফিগার ১২২ । আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’। তবে এনডিএ জোটের তুলনায় সামান্য এগিয়ে। শনিবার তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

যদিও নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না।

 

২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। এবিপি-নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ‘মহাগঠবন্ধন’ ১০৮ থেকে ১৩১টি কেন্দ্রে জিততে পারে। বিজেপি-জেডি (ইউ)-সহ ৪ দলের এনডিএ জোটের ঝুলিতে যেতে পারে ১০৪ থেকে ১২৮টি আসন। চিরাগ পাসোয়ানের এলজেপি ১ থেকে ৩টি এবং নির্দল ও অন্যেরা ৪ থেকে ৮টি আসন পেতে পারে।

ওই সমীক্ষার পূর্বাভাস, এনডিএ জোটের শরিকদের মধ্যে বিজেপি ৬৬-৭৪, জেডি (ইউ) ৩৮-৪৬, বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) ০-৪ এবং হিন্দুস্থান আওয়াম মোর্চা ০-৪টি কেন্দ্রে জিততে পারে। ‘মহাগঠবন্ধন’-এর শরিকদের মধ্যে আরজেডি ৮১-৮৯, কংগ্রেস ২১-২৯ এবং বামেদের ৬-১৩ আসনে জেতার সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here