টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ বিহারে এবার গ্রান্ড মাস্টার বিজেপি। একক বৃহত্তম দল হতে চলেছেল গেরুয়া বাহীনি। নীতীশ, তেজস্বী যাদবকে পিছিয়ে ফেলে এখন নতুন সরকার গড়ার স্বপ্ন বিজেপির চোখে। এখন পর্যন্ত ফলাফলের যে অবস্থা তাতে গেরুয়া শিবিরের দিকেই মূখ্যমন্ত্রী গড়ার ইশারা মিলছে।
বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। কখনও এনডিএ উপরে আবার কখনও জোট। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে হবে আজকের রাজা এই নিয়ে উত্তাল সারা বিহার।