কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে ইসলামপুরে ফরওয়ার্ড ব্লকের পদযাত্রা

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড নিজস্ব প্রতিবেদক :- কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ ।দিল্লিতে হাজার হাজার কৃষকরা সরকারের এই কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে পথে নেমেছে ।বতর্মানে দিল্লি প্রায় অবরুদ্ধ ।

বিজেপি সরকারের কৃষক আইন ,শিক্ষা আইন বাতিল ,লাগাতার দ্রব্য মূল্য বৃদ্ধি ,রেল ব্যবস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে পথে নামলো সারা ভারত ফরওয়ার্ড ।বৃহস্পতিবার রাণীনগর বিধানসভা কমিটির পক্ষ থেকে গোয়াস থেকে ইসলামপুর পর্যন্ত কয়েকশো নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করা হয় ।এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক বিভাস চক্রবর্তী,সম্পাদক মন্ডলীর সদস্য  কাবাতুল্লা সেখ সহ অন্যান্যরা।

বিভাস চক্রবর্তী বলেন ,অবিলম্বে কৃষক আইন , শ্রমজীবী মানুষের বিরুদ্ধে সরকারের যে আইন তা বাতিল করতে হবে।বেকার সমস্যা দূরীকরণে কেন্দ্র সরকার কোন ব্যাবস্থা নিচ্ছে না বলে জানান তিনি। একই সাথে তিনি জানান,
বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামীতে এই আন্দোলন আরও জোরদার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here