Home রাজনীতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সভা
- নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:-আজ ১৩ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পের সমর্থনে ও কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে জঙ্গীপুর ক্ষুদিরাম মোড়ে প্রতিবাদ সভা।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে, তাঁরা বিভিন্ন প্রকল্পের আওতায় জনগণের সার্বিক সহযোগিতা করেছে। এদিকে কেন্দ্র সরকার বিজেপি শুধুমাত্র জনগণকে শোষণ করেছে, চাকরি খেয়েছ।
এছাড়াও বিভিন্ন বঞ্চনার শিকার হচ্ছেন ভারতের জনগণ।
উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক মহম্মদ আখরুজ্জামান মহাশয়, রঘুনাথগঞ্জ ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ সভাপতি গৌতম ঘোষ, সমাজসেবী নবাব হোসেন, সেখ মহম্মদ ফুরকান, জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ সেখ সহ আরো অনেকেই।
Translate »