টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিনিধি :- বিহারের বৈশালি জেলার আনঙ্কার থানার চাঁদপুর অঞ্চলের এক মুসলিম মেয়ে নাম গুলনাজ খাতুনকে কয়েকমাস থেকে দুই হিন্দু যুবক চন্দন কুমার ও সতীশ কুমার জ্বালাতন করতো ।কিছুদিন আগে গুলনাজ খাতুনকে বিয়ে করবে বলে এই যুবক হুমকি পর্যন্ত দেই যদি বিয়ে না করে তাহলে হত্যা করবে ।তাদের প্রস্তাব প্রত্যাখান করে গুলনাজ ।শেষ পর্যন্ত গুলনাজের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয় ওই যুবক।
এই ঘটনার নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন সংগঠন ,রাজনৈতিক নেতা ও মানবাধিকার সংগঠন গুলি ।গুলনাজের ন্যায় বিচার ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও এসডিপিআই এর নেতৃত্বগণ।
ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে এসডিপিআই এর পক্ষ থেকে রাজস্থানের কোটা জেলায় প্রতিবাদ অনুষ্ঠিত হয় ।গুলনাজের ন্যায় বিচার দোষীদের শাস্তির দাবিতে এই দিনের প্রতিবাদে মহিলাদের গর্জে উঠতে লক্ষ্য করা গেছে ।