টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিবেদকঃ- সচরাচর বিশেষ করে কোন সরকারী দপ্তরে এমন কোন বিষয় লক্ষ্য করা যায়না যেখানে মহিলা পুলিশদের ইউনিফর্মের সাথে হিজাব পরিধান করতে দেওয়া হয়। কিন্তু কয়েকটি দেশ অবশ্যই ব্যতিক্রম তালিকায় রয়েছে যেখানে মহিলাদের হিজাব পরিধানে সরকার আপত্তি করে না, বরং উতসাহিত করে। ঠিক এইবার নিউজিল্যান্ড পুলিশও মুসলিমবিশ্বের কাছে এমনই এক খুশীর নজির গড়লো। মহিলা পুলিশদের ইউনিফর্মের সাথে হিজাব যুক্ত করলো নিউজিল্যান্ড পুলিশ।
নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, পুলিশ ইউনিফর্মের সাথে হিজাব যুক্ত করলে মুসলমান নারী পুলিশ বাহীনিতে যোগদান করতে আরও বেশি আগ্রহী হবে। এবং কাজের প্রতি আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। পাশাপাশি এর উদ্দেশ্য হল মুসলমান নারীদের পুলিশ বাহীনিত যোগ দিতে জন্য উদ্বুদ্ধ করা।
পুলিশ কনস্টেবল জিনা আলি যিনি সদ্য নিয়োগ হয়েছেন, তিনিই হবেন প্রথম পুলিশ কর্মকর্তা, যিনি আনু্ষ্ঠানিক ভাবে ইউনিফর্মের সাথে হিজাপ পরিধান করবেন।
দেশের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। এর ফলে মুসলমান মহিলারা পুলিশের চাকরিতে আরো বেশি যোগ দিতে আগ্রহী হবে বলে আশা রাখছেন।
২০০৬ সালে যুক্তরাজ্যের লন্ডনের পুলিশ সিদ্ধান্ত নিয়েছিল, পুলিশ সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবে। স্কটল্যান্ডের পুলিশ ২০১৬ সালে একইরকম সিদ্ধান্ত নেয়।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মাহা শুক্কুর ২০০৪ সালে পোষাকের সঙ্গে হিজাব পরেন।