টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- বাংলার রাজনীতিতে পীরজাদা আব্বাস সিদ্দিকী একটি অন্যতম মুখ হয়ে উঠছে ।গতকাল ডায়মন্ড হারবার বিধানসভার কবিরা ফুটবল মাঠে তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে আব্বাস সিদ্দিকীর জনসভায় জনতার উপচেপড়া ভিড় সেটাই প্রমান করে । আসন্ন বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী ভোটে লড়াই করবেন।
আগামী ডিসেম্বর মাসে নতুন দলের ঘোষণা করবেন বলে জানিয়েছেন ।সম্প্রতি ইসলামিক জনসভায় আব্বাস সিদ্দিকী রাজনৈতিক বক্তব্য রেখে উদ্বুদ্ধ করছেন সাধারণ মানুষদের। শনিবার ডায়মন্ড হারবার বিধানসভার একটি ফুটবল মাঠে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই সমাবেশে হিন্দু-মুসলিম ঐক্য ভাবে ফুরফুরা শরীফের পীরজাদার বক্তব্য শুনতে আসে। এদিনের সভায় লক্ষাধিক মানুষের ভির লক্ষ্য করা যায়।আব্বাস সিদ্দিকীর সভায় জনতার উপচেপড়া ভিড় দেখে শাসক গোষ্ঠীর চিন্তায় ভাঁজ পড়েছে ।আগামীতে তার দল সমাজে পিছিয়ে শোষিত ,বঞ্চিত ,অবহেলিত দলিত, মুসলিম ,আদিবাসী সহ সকলের জন্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে বলে জানান ।