টি নিউজওয়ার্ল্ড-নিজস্বসংবাদদা:- শালীনতার সীমা ছাড়ালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। তমলুকের সভা থেকে অগ্নিমিত্রা বলেন,
‘দিদিমণি বলেছেন,
শরীর গরম হলেই ধর্ষণ করুন। চাকরি দিতে পারিনি, তাই মনোরঞ্জনের জন্য ধর্ষণ করো। বলে দিয়েছেন, তোমরা ধর্ষণ করো, আমি ক্ষতিপূরণ দেব।’
তাঁর এই মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। কড়া ভাষায় নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই প্রসঙ্গে রাজের নগর উন্নয়ন মুন্ত্রী ফিরহাদ বলেন, উত্তরপ্রদেশে ও বিহার গুজরাটে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়। বাংলা উত্তরপ্রদেশ ও বিহার নয়। শুধু তাই নয়, অগ্নিমিত্রার মন্তব্যে নিন্দা জানানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলের তরফেও। যদিও বিজেপি অগ্নিমিত্রার পাশেই রয়েছেন। তাঁর এই মন্তব্যের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, যা হচ্ছে, তাই বলেছে, এত হইচই করার কিছু নেই।
অগ্নিমিত্রার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যারা এই ধরনের মন্তব্য করছেন, তাঁদের এতদিন অত্যন্ত দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবেই জানতাম। হঠাৎ তাঁরা এই ধরনের কাজকর্ম করছেন দেখে বিভ্রান্ত হচ্ছি। এই ধরনের সমস্যা বাংলার একার নয়। এটা সারা ভারতের সমস্যা। আজ যে অভিযোগ তিনি ‘দিদির’ হাতে তুলে দিচ্ছেন, সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের উপরেও বর্তায়।’