নদী ভাঙ্গন মেরামতের কাজ শুরু হলো সামশেরগঞ্জের ধানঘড়ায়

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- নদী ভাঙ্গন সামশেরগঞ্জের একটি পুরানো সমস্যা। প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে ফিবছর প্রায় কয়েক শত পরিবার ঘরহীন হয়ে পড়ে। এই বছরে নদী ভাঙ্গনে স্থানীয় লোকদের অবস্থা আরও শোচনীয়   হয়ে  পড়েছ। তবে এবার নদী ভাঙ্গনের কাজ দ্রুত মেরামতের জন্য এগিয়ে এসেছেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।

গতকাল থেকে সামশেরগঞ্জের ধানঘড়া, ধুসরিপাড়া, শিবপুরের নদী ভাঙ্গনে বিধ্বস্ত পরিবারের পুনর্বাসনের জন্য জমি মাপজোগের কাজ শুরু হয়েছে।এলাকার মানুষ অত্যন্ত খুশি।অল্প সময়ের মধ্যে স্থায়ী বসবাস পরিকাঠামো গড়ে তুলে ভাঙ্গন কবলিত পরিবারদের স্বাভাবিক জীবন-যাপন ফিরিয়ে দেওয়ায় মূল লক্ষ্য স্থানীয় প্রশাসনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here