টিনিউজ ওয়ার্ল্ড,নিজস্ব সংবাদদাতা :- গত ৫ই ডিসেম্বর মুর্শিদাবাদ পুলিশ জেলার জলঙ্গী থানার ঘোষপাড়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত টলটলি ফেরীঘাটে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে “পুলিশ সহায়তা কেন্দ্র” এবং “ভ্রাম্যমান থানা”-র কর্মসূচী পালন করা হয়।
পুলিশের এই অভিনব উদ্যোগে গ্রামদুটির প্রায় দুই শতাধিক স্থানীয় গ্রামবাসী শামিল হন এবং তাদের মধ্যে ২৮ জন পুলিশের কাছে অভিযোগপত্র দাখিল করেন, যার বেশিরভাগই বি.এস.এফ. সম্পর্কিত, কারণ তারা সীমান্তবর্তী সংলগ্ন অঞ্চলগুলিতে তাদের জমিতে সার নিয়ে যাওয়ার সময় বি.এস.এফ.-এর দ্বারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, ফলে চাষের জন্য চারল্যান্ড অঞ্চলে যেতে সমস্যায় পড়ছেন তারা।
উপস্থিত ভারপ্রাপ্ত আধিকারিক গ্রামবাসীদের উক্ত সমস্যাগুলি স্থানীয় বি. ডি. ও.-এর মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শীঘ্রই সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।
থানা এলাকার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে যারা প্রয়োজনে থানায় আসতে পারেন না, তাদের প্রয়োজন ও অভিযোগ তাদের গ্রামে গিয়ে শোনা এবং লিপিবদ্ব করে সেগুলির যথাযথ সমাধান করা…… মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে এক আন্তরিক প্রচেষ্টা।
**যে কোনও জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন:–*
*”আলোর পথে” হেল্প লাইন* – 7430000939
“আধিকারিক, সাইবার থানা” – 7797708504
*”মুর্শিদাবাদ জেলা পুলিশ সর্বদা আপনার কাছে, আপনার পাশে”*