টি নিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা: সৌদি আরব। যেখানে কিছুদিন আগে নারীরা ড্রাইভিং করার অনুমতি পেয়েছে! কিন্তূ সৌদির ৯৫% নারীরা হিজাব,বোরখা পরিধান করে,তাই হিজাব ও বরখাধারী সৌদি কোনো নারীর ড্রাইভিং লাইসেন্স চেক করতে গেলে লাইসেন্সের সাথে চেহারা মিল খুঁজতে কোন নারীর হিজাব বরখা খুলতে হবে না (মানে চেহেরার উপর দিয়ে কাপড় সরাতে হবে না) পরপুরুষের সামনে।
সেজন্য সৌদি আরবের নতুন পদ্ধত্বি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন ডিভাইস ; চেকপয়েন্ট পুলিশ যখন কোন ড্রাইবরত নারীর লাইসেন্স চেকিং করবে তখন ঔ নারী মুখের উপর দিয়ে পর্দা সরাতে হবে না শুধু ডিভাবাইসে ফিঙ্গার প্রেস করলে তার পরিচয় সনাক্ত করা যাবে !!
সৌদিআরব জানিয়েছেন আধুনিকতা ও অশ্লীলতা একবিষয় না।ইসলাম আধুনিকতা সাপোর্ট করে কিন্তু অশ্লীলতা সাপোর্ট করে না।আধুনিকতার সঙ্গে ইসলামের বিরোধ নেই বরং ইসলাম হলো আধুনিক বিশ্বের প্রবর্তক।