কর্ণাটকে স্থানীয় নির্বাচনে বিজেপিকে টক্কর দিয়ে ২২৪ টি আসনে জয়লাভ করে ইতিহাস গড়লো এসডিপিআই

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা:-  কেন্দ্রীয় বিজেপি সরকারের যেকোন জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার হতে দেখা যায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়াকে ।উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদি মুখ হিসাবে বিশেষ পরিচিত এসডিপিআই ।ক্রমাগত এই দলটি বর্তমানে সমাজে দলিত ,আদিবাসী ,মুসলিম সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে ।লোকসভা ,বিধানসভা ভোটে দলটি সেভাবে সফলতা না পেলেও স্থানীয় নির্বাচনে নজর কেড়েছে এসডিপিআই ।এবছরের ডিসেম্বরেই রাজস্থান পৌর নির্বাচনে ৫টি ও কেরালায় স্থানীয় নির্বাচনে ১০০ টির বেশি আসনে নজরকাড়া সাফল্যের পর আবারও কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে ২২৪ টি আসন পেয়ে নজর কেড়েছে দলটি।

গণনা শেষে সর্বশেষ সংবাদ অনুযায়ী এসডিপিআই সর্বমোট ২২৪ টি আসনে জয়লাভ করেছে ।৩ টি পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ।প্রায় ৫০ টি আসনে কয়েকটি ভোটে এসডিপিআই এর প্রার্থীরা হেরেছে ।বিজয়ী প্রার্থীদের মধ্যে ২০ শতাংশ দলিত ও ওবিসি ,৫০ শতাংশ মহিলা ।২০১৫ সালের নির্বাচনের পর এসডিপিআই এর বিজয়ী প্রার্থীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন এসডিপিআই এর নেতৃত্বরা ।
ম্যাঙ্গালোরে ১৫৮ টি ,ইদুপিতে ১৫ টি ,গুলবর্গা জেলায় ৭ টি,মাদিকেরি জেলায় ১২ টি ,হাসান জেলায় ৪ টি ,উত্তর কানাডায় ৫ টি, বেলারিতে ২টি আসনে জয়লাভ করেছে এসডিপিআই ।

স্থানীয় নির্বাচনে এসডিপিআই প্রার্থীদের নির্বাচিত করার জন্য সমস্ত ভোটার ,সমর্থক ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এসডিপিআই এর কর্ণাটকের রাজ্য সাধারণ সম্পাদক আফসার কোডলিপেট ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here