বেআইনি গাঁজা চাষ জলঙ্গিতে! সমস্ত গাছ কেটে জ্বালিয়ে দিল পুলিশ

0
Spread the love

সামসুজ্জামান * জলঙ্গী

নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ডঃ বেআইনি গাঁজা চাষ জলঙ্গিতে। প্রায় ১০ কাঠা জমিতে চাষ হয়েছিল গাঁজা। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলঙ্গির ঝাউদিয়া গ্রামে।

শনিবার গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। তল্লাশি চালিয়ে প্রায় ১০ কাঠা জমিতে গাঁজা চাষের সন্ধান মেলে। সমস্ত গাঁজা গাছ কেটে সেখানেই জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জলঙ্গি থানার এস.আই খুরসেদ আলম। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জমির মালিকের বিরুদ্ধে গাঁজা চাষের জন্য কেস করা হয়েছে।

পুলিশের এমন উদ্দ্যোগে খুশি গ্রামবাসী। এমন কাজের যেন পুনরাবৃত্তি না হয় সেই অভিযানে অটল থাকবেন বলে জানিয়েছেন পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here