নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড :- এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার সুলাওয়েসি দ্বীপে এই ভূমিকম্প হয়। এতে মৃত্যু হয়েছে ৪২ জনের। জখম হয়েছেন শতাধিক মানুষ। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.২। ভূকম্পনের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ম্যাজেনে শহরের উত্তর-পূর্বের ৬ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিঃমিঃ গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্প অনুভূত হতেই কয়েক হাজার মানুষ আতঙ্কে ও প্রাণ বাঁচাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সরকার থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জোরালো ভূমিকম্পের জেরে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। শুরু হয়েছে উদ্ধারকাজ
Translate »