টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ নতুন চেয়ার, নতুন আনন্দ। অন্তত আগামী চার বছরের জন্য মার্কিন সিংহাসন এখন জো বাইডেনের দখলে। মার্কিন প্রেসিডেন্ট পদে বসতে না বসতেই নতুন নতুন খুশির প্রতিশ্রুতি দেশবাসীকে। পাশাপাশি ভারতের কথাও তুললেন বাইডেন। তিনি জানিয়েছেন পাঁচ লক্ষ ভারতীয়কে মার্কিন নাগরিকত্ব দেওয়া হতে পারে। আমেরিকায় প্রায় ১১ মিলিয়ন অভিবাসী রয়েছেন, কিন্তু তাদের কোন নথিপত্র নেই। তার মধ্যে পাঁচ লক্ষ রয়েছেন ভারতীয় নাগরিক। আর সেই পাঁচ লক্ষকে এবার মার্কিন নাগরিকত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়াটা প্রবাসীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। অন্তত পাঁচ লক্ষ প্রবাসী ভারতীয় এবার স্থায়ীভাবে মার্কিন নাগরিকত্ব পেতে পারেন। নির্বাচনে জয়ী হওয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছে বাইডেন শিবির।
বাইডেন শিবিরের তরফে একটি পলিসি ডকুমেন্ট প্রকাশ করে বলা হয়েছে, ক্ষমতা হস্তান্তরের পরই মার্কিন কংগ্রেসে নতুন অভিবাসী সংশোধনী আইন পাশ করানোর কাজ শুরু হবে। বাইডেন নিজে সেটা দেখবেন।
একই পরিবারের সদস্যরা যাতে এক জায়গায় থাকেন সেইজন্য প্রায় ১ কোটি ১০ লাখ নথিহীন অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।