পুরনোতেই আস্থা তৃনমুল সুপ্রিমোর, চেয়ারম্যান পদে বিপ্লব মিত্র!

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: বিপ্লবেই আস্থা তৃনমুলের। বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধি করতে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান পদে বসানো হল বিপ্লব মিত্রকে । বর্তমান চেয়ারম্যান তথা প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীকে জেলার পদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল রাজ্য তৃণমূলের সহ-সভাপতি পদে। আগামীতে জেলা সভাপতি গৌতম দাস এবং চেয়ারম্যান বিপ্লব মিত্রের গুরু শিষ্যের জুটি দলকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলেই মনে করছে।জেলা রাজনৈতিক মহল ।

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটে বালুরঘাট আসন হাতছাড়া হবার পরেই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব মিত্রকে । জেলা সভাপতির চেয়ারে বসেন মমতা ঘনিষ্ঠ অর্পিতা ঘোষ । পরে নিজের মান বাঁচাতে বিজেপিতে যোগ দেন বিপ্লব । সময় বদলাতেই ফের তৃণমূল দলে ফেরেন বিপ্লব মিত্র । এদিকে জেলা সভাপতি অর্পিতা ঘোষ কে সরিয়ে সেই জায়গায় গৌতম দাস ও চেয়ারম্যান হিসাবে শঙ্কর চক্রবর্তী কে আনা হলেও দলের সাংগঠনিক অবস্থার কোন পরিবর্তন হয়নি।

বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক অবস্থা ফেরাতে মরিয়া হয়ে ওঠে তৃণমূল সুপ্রিমো। পিকের রিপোর্টের ভিত্তিতে সাংগঠনিক শক্তিবৃদ্ধি তে বিপ্লবের উপরই আস্থা রাখেন রাজ্য নেতৃত্ব। আর যারপরেই শুক্রবার। শঙ্কর চক্রবর্তীকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে বিপ্লব মিত্রকে সেই পদের দায়িত্ব দেওয়া হয়।

বিপ্লব মিত্র জানান।সকলকে নিয়েই কাজ করবো। অনেকে দলের প্রতি কিছুটা ক্ষুদ্ধ হয়েছিল তাদের নিয়ে আগামী নির্বাচনে লড়াই করে দলকে বিধানসভা জয়ের লক্ষ্যে পৌছে দেবেন বিপ্লব মিত্র বলে জানিয়েছেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here