নিজস্ব প্রতিবেদন; টি নিউজ ওয়ার্ল্ড :- :মুর্শিদাবাদের লালগোলা কলেজের আরবী সাহিত্য বিভাগ ও IQAC এর উদ্যোগে এবং অ্যকাডেমি অফ এক্সিলেন্স-এর সহযোগিতায় আয়োজিত হল দু’দিন ব্যাপি একটি আন্তর্জাতিক ভার্চুয়াল ওয়েবিনার। যার আলোচ্য বিষয় ছিল ‘উপসাগরীয় আরব বিশ্বে মহিলা উপন্যাসের ধারা’।
ওয়েবিনারটির মুখ্য আলোচক ছিলেন আরব আমীরশাহীর ঔপন্যাসিক আসমা যারউনী। এছাড়া অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন বাহরাইনের প্রখ্যাত ঔপন্যাসিক ও সমালোচক ফাহাদ হুসাইন, কুয়েতের সাহিত্য-সমালোচক ড. সিহাম আল-ফোরাইহ ও সাদিয়া মোফার্রেহ, কাতারের বিশিষ্ট উপন্যাসিক কালসাম আব্দুর রহমান, ওমানের আজীজা আব্দুল্লাহ আত-তায়ী, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আরবীর বিভাগীয় প্রধান অধ্যাপক রিজওয়ানুর রহমান, জামেয়া মিল্লিয়ার প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুল্লাহ খান এবং লালগোলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোমনাথ চক্রবর্তী ।
ওয়েবিনারটির পরিচালনায় ছিলেন ড. সাবির নাওয়াস মুহাম্মাদ। ডিরেক্টর ছিলেন উক্ত কলেজের আরবীর বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ সাইদুর রহমান এবং কো-অর্ডিনেটর ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবীর বিভিগীয় প্রধান ড. সাইদুর রহমান। ওয়েবিনারটির গুরুত্ব উল্লেখ করে অধ্যাপক ড. মুহাম্মাদ সাইদুর রহমান বলেন, “আমাদের উদ্দেশ্য বিশেষ ভাবে পিএচডি-গবেষকদের উপসাগরীয় আরব বিশ্বের মহিলা উপন্যাসের শৈলী, ধারা ও সমৃদ্ধির প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করা। পাশাপাশি ভারত ও উপসাগরীয় আরব বিশ্ব উভয়ের মাঝে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজব্যাবস্থা, সহিষ্ণুতা ও সৌহার্দের পথকে আরোও প্রশস্ত করা।”