নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড হরিরামপুর : দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্তর বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলার অভিযোগে আজ হরিরামপুর চৌরাস্তায় পথ অবরোধ করলেন বিজেপির হরিরামপুর জেড পি-১৫,১৬র কর্মীরা । তৃণমূলের দুষ্কৃতীরা অভিষেক সেনগুপ্তর বাড়িতে ইট পাথর ছুড়ে হামলা চালায়। বিজেপির দাবি শাসক দল বিজেপির উত্থান কে ভয় পেয়ে এ ধরনের আক্রমণ চালাচ্ছে।
এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য শ্যামল দাস জানিয়েছেন “আমাদের বিজেপি যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত বাড়িতে হামলার প্রতিবাদে আমাদের আজকের এই পথ অবরোধ কর্মসূচি। তৃণমূল বারবার দুষ্কৃতীদের আশ্রয় দিয়ে এই ঘৃণ্য কাজগুলো করে তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”