নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-গোটা জম্মু কাশ্মীরে ১৮ মাস পর ৪-জি (4G) ইন্টারনেট সুবিধা করা হচ্ছে। অনুচ্ছেদ ৩৭০ ধারা সমাপ্ত করার ঘোষণার পর ৪-জি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া ৩৭০ ধারা ৫ আগষ্ট ২০১৯ এ সরিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর বন্ধ করা হয়েছিল ৪-জি ইন্টারনেট পরিষেবা। এটা পৃথিবীর সবচেয়ে বড় ইন্টারনেট সাট ডাউন ছিল। সরকারের এক অধিকারী আজ শুক্রবারে এ সংবাদ দিয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রবক্তা রোহিত কনসাল বলেন; গোটা জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা শুরু করা হচ্ছে।
৪-জি ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞার সময় বলা হয়েছিল ; জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা শেষ করার বিরোধিতায় যেকোন প্রকারের প্রচারকে প্রশমিত করার জন্যই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল। অনুচ্ছেদ ৩৭০ সরাবার পর জম্মু ও কাশ্মীরকে দুইভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল। দুটি কেন্দ্র শাসিত প্রদেশ জম্মু-কাশ্মীর ও লাদাখ তৈরি করা হয়েছিল। তখন তিনজন পূর্ব মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ; উমার আব্দুল্লাহ ও মেহবুবা মুফতীসহ আরো অনেক বড় নেতাগণকে কাস্টেডিতে নেওয়া হয়েছিল।