- নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া পিলখানার অন্তর্গত নীড় আইডিয়াল হোম প্রতিবন্ধী সংস্থা থেকে আজ নিরাময় ইনসিওরেন্স হেলথ কার্ড, প্রদান করা হয়। ১২০ জন মানসিক প্রতিবন্ধী অসুস্থ মানুষদের কাছে এই নিরাময়ে হেল্থ কার্ডটি প্রদান করা হয়। এ বছরে মোট বারোশো জনকে এই কার্ডটি প্রদান করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানা যায়। এই ব্যবস্থাপনার প্রধান উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা নীড় আইডিয়াল হোমের সেক্রেটারী আবুল কালাম আজাদ যিনি দীর্ঘদিন এই ধরনের সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। আজকের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, চিন্তাবিদ তথা নির আইডিয়াল হোম এনজিও সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জামাল উদ্দিন এবং একাউন্টেন্ট রাকিবুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন দেগঙ্গা আইসিডিএস প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শফিকার রহমান, উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর আইসিডিএস কন্যাশ্রী প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর সঞ্জীব দত্ত, সামগ্রিক কর্মসূচিটি সাফল্যমন্ডিত ভাবে পরিবেশিত হয়।