নিজস্ব প্রতিবেদন; টি নিউজ ওয়ার্ল্ড:-প্রিয় পাঠক মন্ডলী,
মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য সুবর্ণ সুযোগ, কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়োগ হতে চলেছে।
এস,এস,সি, এম,টি,এস নিয়োগ করছে ১৮থেকে ২৫ বছরের মধ্যে, মোটা টাকার বেতনের চাকরির আবেদন।
বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা বহু সুযোগ এর আওতায়।
তবুও শিক্ষা অধঃপতনের দিকে, শিক্ষা মানেই চাকরি, চাকুরী মানেই শিক্ষা। এই ভ্রান্ত দশায় ভোগান্তি ছাত্র-ছাত্রীরা। বুজুর্গদের কথাবার্তায় আরো কান ভারি হয়ে যায়।
যেমনটা-√চাকরি করে ভাগ্যবান ✓ব্যবসা করে বুদ্ধিমান ✓চাষ করে হনুমান ।
আমরা চাকরির পিছু পিছু জীবনটাকে অতিবাহিত করি।
কখনো কি ভেবে দেখেছি-? আমার সাথে ছেলে অথবা মেয়েরা, চাকরি ছাড়াই বহু অর্থের গোলাবাড়ি; সারা জীবন কে অতিবাহিত না করে, শিক্ষায়- শিক্ষিত হয়ে , জ্ঞান অর্জন করে , ব্যবসায় -!
ছোট অথবা বড় নিজেকে নিয়োগ করে। তবে মনে হয় জীবন ধন্য হবেই।
মহাগুরু বলেছেন, ব্যবসায় বরকত রয়েছে; লাভ লোকসান রয়েছে তারই জন্য ব্যবসা বৈধ ।
আত্মহত্যা, হতাশা গ্রস্থ এই থেকে মুক্তির পথ হল ।
ছোট অথবা বড় ব্যবসা কর-নিজেকে আজাদ এবং গোলামী থেকে মুক্তি করো, ব্যবসা করো বরকত এবং বৈধ ।
সত্য সময়ের সঙ্গে।