ব্রিগেড চলো অভিজান লাল ঝাণ্ডার সেলাম

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ  মহানগরী, দক্ষ হাতে যানজট এড়াতে ব্যস্ত পুলিশ,
আজ ব্রিগেডমুখী কলকাতা। শিয়রে ভোট। রবিবার ছুটির দিনেও সরগরম মহানগরী।ব্রিগেড ভরাতে আজ কলকাতা ছাড়াও দূর–দূরান্ত থেকে এসেছে বিভিন্ন বয়সের মানুষ। বাস থেকে বাইকের ভিড়ে নাজেহাল সাধারণ মানুষ। বাস ও বাইকের মিছিলে সিগন্যালে দাঁড়িয়ে যানবাহন। তবে যানজট এড়াতে তৎপর কলকাতা পুলিশ। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য কোমর বেঁধে ময়দানে তারা। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগেভাগেই একাধিক পরিকল্পনা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। রবিবার ভোর পাঁচটা থেকে দুপুর দু’টো পর্যন্ত শহরের ভিতরে সমস্ত রকম পণ্যবাহী লরি চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর-সহ ময়দান সংলগ্ন বেশ কিছু এলাকায় গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে ব্যস্ত অঞ্চল হাওড়া, শিয়ালদহ নজরদারিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবারই ব্রিগেড ময়দান ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা ,বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ দিয়েও পর্যবেক্ষণ সেরেছেন তারা। দক্ষিণ কলকাতা থেকে মিছিলটি আসবে টালিগঞ্জ- ট্রাম ডিপো-রাসবিহারী অ্যাভিনিউ-হাজরা-আশুতোষ মুখার্জি রোড হয়ে বিড়লা তারামণ্ডলে মিলিত হবে। গোলপার্ক-গড়িয়াহাট হয়ে- যে মিছিলটি আসবে সেটি হাজরায় মিলিত হবে। এছাড়া শিয়ালদহ স্টেশন-মৌলালি-এস এন ব্যানার্জি রোড হয়ে একটি মিছিল আসবে ডোরিনা ক্রসিং-ময়দান মার্কেট-ডাফরিন রোডে। পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে অপর একটি মিছিল শেক্সপিয়ার সরণি দিয়ে পৌঁছবে বিড়লা তারামণ্ডলে। শ্যামবাজার-বিধান সরণি-বিবেকানন্দ রোড হয়ে উত্তর কলকাতার মিছিল পৌঁছবে ডোরিনা ক্রসিংয়ে।
বন্ডেল গেট থেকে শুরু করে বাম-কংগ্রেস কর্মীরা আসবেন আমির আলি অ্যাভিনিউ-পার্ক সার্কাসে। হিন্দ সিনেমার সামনে থেকে মিছিল পৌঁছবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-ডোরিনা ক্রসিং হয়ে ময়দান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here