অর্থনীতিদেশ বিদেশ গভীর রাতে ভয়াবহ আগুন লাগল শিলিগুড়ি তে By sohelanwar - March 6, 2021 0 Spread the loveনিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ উত্তর বঙ্গে শুক্রবার গভীর রাতে রাত 2.30 নাগাদ রেল লাইন লাগোয় একটি দোকানে আগুন লাগল। শিলিগুড়ি বাগরা কোট এলাকায় মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুুন। দমকলের তিন টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।