মালদা জেলার তৃণমূলের বারোটি প্রার্থীকে সংবর্ধনা দিলেন

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রচার অবস্থায় দুর্ঘটনায় জখম হয়ে হসপিটালে ভর্তি রয়েছেেন। তা সত্বেও তৃণমূল কর্মী থেকে নেতারা বসে নেই। সে ঘটনা ঘুডরতে না ঘুরতেই তার পরের দিন অর্থাৎ আজকে মালদা জেলার বিধানসভা কেন্দ্রে ১২ টি প্রার্থীদেরকে সংবর্ধনা দিলেন। মালদা জেলার নেত্রী মৌসুম বেনজির নূর সহ আরো অনেকেই। তিনি জানান মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রেশনের চাল রুপশ্রী কন্যাশ্রী এইসব মানুষ পরিষেবা দেওয়া সত্ত্বেও মানুষরা দিদির সাথে মির্জাফর করবেন না। এবং তিনি জানান মালদা জেলার মধ্যে বারোটি আসন তৃণমূল জিতছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here