নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: জঙ্গিপুরে ফায়ার ব্রিগেড স্থাপনের দাবিতে গণস্বাক্ষর ও প্রতিবাদ সভার আয়োজন করলো রঘুনাথগঞ্জ ১ ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেস।
এই দিন মহঃ হাসানুজ্জামান বাপ্পা মহাশয় রঘুনাথগঞ্জে অতি দ্রুত দমকল স্থাপন করার জোরালো দাবি জানালেন।
তিনি বলেন, রঘুনাথগঞ্জ, জঙ্গীপুরে প্রচুর পরিমাণে উন্নত মানের প্রতিষ্ঠান আছে, মার্কেট আছে। রঘুনাথগঞ্জ শহরে পরপর একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রচুর ক্ষয় ক্ষতি হয়।
তথাপিও জঙ্গীপুরে দমকলের ব্যবস্থা হচ্ছে না। নেতা মন্ত্রীরা শুধু ভোটের প্রচারে ব্যতিব্যস্ত।
যদিও আজকে পশ্চিমবঙ্গ শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয় দমকল চীফ অফিসারের সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছেন।
মন্ত্রী জাকির হোসেন মহাশয় বলেছেন, খুবই দ্রুত দমকল স্থাপনের কাজ চলছে।